নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা হলেও দূর্ঘটনায় আহত তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এবার আর পরীক্ষা দেওয়া হলো না। শনিবার এই খবর জানিয়েছেন বাঁকুড়া জেলা উচ্চমাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনর গোরাচাঁদ কান্ত। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছাঁদার হাইস্কুল পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিল বেলিয়াতোড় হাইস্কুলের তিন পরীক্ষার্থী প্রিয়জিৎ গরাই, শুভম দাস ও রনিত রক্ষিৎ। সেই সময় ছাঁদার বেলিয়াতোড় রাস্তার উপর মুড়াকাটার কাছে একটি লরির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটে। এই ঘটনায় আহত তিন পরীক্ষার্থী বর্তমানে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।আহত পরীক্ষার্থীদের আত্মীয় পরিজনদের আক্ষেপ তিন জনের কেউই পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে নেই। ওদের একটা বছর নষ্ট হয়ে গেল ভেবেই কষ্ট হচ্ছে। বাঁকুড়া জেলা উচ্চমাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনর গোরাচাঁদ কান্তের দাবী হাসপাতালেই ওই তিন পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল।কিন্তু বর্তমানে তারা খুবই অসুস্থ, অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে। এখন তাদের আরো একটা বছর অপেক্ষা করতে হবে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক।
দুর্ঘটনায় আহত তিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এবার পরীক্ষা দেওয়া হলো না
RELATED ARTICLES