নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ১৯ নম্বর জাতীয় সড়কের গলসির সিমনোড়ী মোড়ের কাছে দাউদাউ করে জ্বলছে ট্রেলার।শনিবার রাতে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়।স্থানীয়রা জানান,গাড়িটি ১৯ জাতীয় সড়ক ধরে বর্ধমান থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল।রাত আনুমানিক দশটা নাগাদ সিমনোড়ী মোড়ের একটু আগে একটি রাইস মিলের সামনে আচমাকা গাড়ির কোবিনে আগুন লাগে।বেগতিক দেখে চালক গাড়ি থামিয়ে দেয়।গাড়িতে একটি মাটি কাটার যন্ত্র চাপানো ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।কোনক্রমে মাটি কাটার যন্ত্রটিকে ট্রেলার গাড়ি থেকে নামানো হলেও ট্রেলারের আগুন দ্রুত গোটা গাড়িতে লেগে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ।খবর দেওয়া হয় দমকলে।দমকলের একটি ইঞ্জিনের কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।দমকল আধিকারিক দেবব্রত ভট্টাচার্য বলেন,ট্রেলারের চাকায় শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে মনে হচ্ছে।তারপর আগুন কেবিনে ছড়িয়ে পড়ে।ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনা গেলে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারতো।কারণ পাশেই একটি রাইসমিল ও পেট্রোল পাম্প আছে।