বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ সর্ব ভারতীয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করল দুর্গাপুরের এবিএল টাউনশিপের বাসিন্দা বিজয় দত্ত। শুক্রবার সন্ধায় বিজয় তাঁর রেজাল্ট জানতে পারেন। বিজয়ের এই সাফল্যে খুশি তাঁর পরিবারের সদস্যরা। মোট ১১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তারমধ্যে ৪০ জন পাশ করেছে। ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হলেও সিভিল সার্ভিসে নয়, মিনিষ্ট্রি অফ মাইনসের অধীনস্থ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এসিস্টেন্ট জিও ফিজিসিস্ট পদে যোগ দেবেন বিজয়। এই পদে যোগ দেওয়ার আগে হায়দারবাদে ছ’মাসের প্রশিক্ষন নিতে হবে। বর্তমানে কানপুর আইআইটিতে জিও ফিজিক্স নিয়ে গবেষণা করছেন বিজয়। কাজে যোগ দিলেও গবেষণা বন্ধ করবেন না বিজয়। তিনি বলেন ‘কাজে যোগ দেওয়ার পরে পার্ট টাইমে পিএইচডি কমপ্লিট করব’। ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র বিজয়। বিধাননগর মুকুল স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছেন। তারপর দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবিএল স্কুলে। স্নাতক স্তরের পড়াশোনা করেছেন আসানসোলের বিবি কলেজ থেকে। তারপর ধানবাদ স্কুল অফ মাইনস (বর্তমানে আইআইটি) থেকে মাস্টার্স করে কানপুর আইআইটিতে পিএইচডি করছেন বিজয়। বাবা উদয় দত্ত এবিএল কারখানার অবসরপ্রাপ্ত কর্মী। মা মঞ্জু দত্ত গৃহবধূ। ভাই অভিজিৎ স্নাতক স্তরের পড়াশোনা করছেন। দাদা বিজয়ের মত অভিজিৎও যথেষ্ট মেধাবী।নিজের সাফল্যের কথা বলতে গিয়ে বিজয় বলেন ‘২০২৩ সালে পরীক্ষা দিয়েছিলাম। শুক্রবার রাতে রেজাল্টের কথা জানতে পারি। তৎক্ষনাৎ বাড়িতে ফোন করে সাফল্যের খবর দিই। প্রথমবার পরীক্ষা দিয়ে সফল হয়েছি। এটা বেশ ভালো লাগছে। ১১ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন পাশ করেছেন। তারমধ্যে এই রাজ্যের তিনজন আছে। আশাকরা যায় আগামী মে অথবা জুন মাসে চাকরিতে যোগ দেব। তবে তার আগে জিওলজ্যিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হায়দারবাদে ছ’মাসের একটি প্রশিক্ষন হবে।’
সর্ব ভারতীয় ইউপিএসসি পরীক্ষায় অষ্টম স্থান অর্জন করল দুর্গাপুরের বিজয় দত্ত
RELATED ARTICLES