সার্থক কুমার দে, অন্ডালঃ মদনপুর গ্রাম পঞ্চায়েতের টপ লাইন মোড় থেকে চকরামবাটি শ্মশান ঘাট পর্যন্ত তৈরি হবে নতুন রাস্তা। রবিবার সেই কাজের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া। রাস্তা নির্মাণের জন্য জেলা পরিষদের তহবিল থেকে ৪৮ লাখ ৪০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে। এই রাস্তাটি ব্যবহার করেন টপ লাইন মোর,চকরামবাটি,বাবুইশোল, চিতাডাঙ্গা,কোরা পাড়া,মাঝি পাড়ার বাসিন্দারা। রাস্তাটি শেষ হয়েছে সিঙ্গারন নদীর পাড়ে সেখানে রয়েছে একটি শ্মশান। এলাকার মানুষজন শবদাহ করার জন্য এই শ্মশান ব্যবহার করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। যার ফলে সমস্যায় পড়তে হয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি শ্মশান যাত্রীদেরও। রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এই রাস্তা দিয়ে আসা যাওয়া সহজ হবে। সেই কারণেই রাস্তার নির্মাণের উদ্যোগ বলে জানান জেলা পরিষদের সহ-সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া।
মদনপুরে শুরু হল নতুন রাস্তা নির্মাণের কাজ
RELATED ARTICLES