সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারিঃ বনাঞ্চল সংলগ্ন এলাকা ছাড়িয়ে হাতির হামলার ঘটনা ঘটল গ্রামের রেশন দোকান সহ একাধিক বাড়িতে। শনিবার মাঝ রাত্রে ঘটনাটি ঘটে পুরুলিয়ার আড়ষা থানার নুনিয়া গ্রামে। গ্রামের বাসিন্দাদের দাবি একটি হাতি প্রথমে একটি বাড়িতে হামলা চালায়, তারপরেই খাবারের খোঁজে রেশন দোকানে হামলা চালিয়ে গ্রাহকদের বরাদ্দকৃত মজুত রাখা রেশন সামগ্রী খায় ও নষ্ট করে।পাশাপাশি গ্রামের একাধিক বাড়িতে হামলা চালিয়ে ধান ও আলু খায়। হাতি গ্রামে ঢুকতেই টের পান স্থানীয়রা। কিন্তু তাকে তাড়িয়ে দেওয়ার সাহস দেখান নি কেউ। অনেকের ঘুম ভাঙতেই ভাবেন প্রতিবেশীদের বাড়িতে চোর ঢুকেছে। তার পরই গজের আগমন নিয়ে চাউর হয়। গ্রামের বাসিন্দা আশীষ মাহাতো, পঞ্চানন মাহাতো বলেন, “রাত্রেই খবর দেওয়া হয় বন দফতরে। হুলা পার্টির দল হাতিটিকে জঙ্গলের দিকে নিয়ে যায়। ঘটনায় আতঙ্কিত গ্রামের সবাই।” তাঁদের দাবি সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করুক ও হাতিকে জঙ্গলেই নিয়ন্ত্রন করার ব্যবস্থা করা হোক। ক্ষতিগ্রস্ত রেশন ডিলার হরিপদ মাহাতো বলেন, “খবর পেয়ে বন দফতরের আধিকারিক, কর্মীরা এসেছিলেন। সব কিছু খতিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তাঁরা।”
খিদের জ্বালায় দাঁতালের রেশন দোকানে,বাড়িতে হামলা
RELATED ARTICLES