নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সরকারী সুযোগসুবিধা সহ বেতন বৃদ্ধি এবং একাধিক দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন শুরু করেছে আশা কর্মীরা। পুর্ব বর্ধমানেও একাধিক জায়গায় এই আন্দোলনে সামিল হয়েছেন আশাকর্মীরা। অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালনকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে গতকাল বিক্ষোভ দেখান আশা কর্মীরা। শুক্রবারের পর শনিবারও তারা মেমারিতে বিক্ষোভ দেখালেন। মেমারি হাসপাতালে তারা সমবেত হয়ে নিজেদের দাবিদাওয়া তুলে ধরেন। একইসঙ্গে জানান, তারা এ মাসের শুরু থেকে কর্মবিরতি করছেন। তাদের কোনো সুযোগসুবিধা দেওয়া হচ্ছে না। না কেন্দ্র, না রাজ্য সরকারের বাজেটে তাদের সমস্যার সুরাহার পথ নেই। তাই তারা নিজেদের কথা তুলে ধরলেন এই কর্মসূচিতে। জানা গেছে, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি রয়েছে আশা কর্মীদের। তাদের কথায়, বেতন বৃদ্ধি করতে হবে। দিতে হবে সরকারি স্বীকৃতি এবং সমস্ত আশা কর্মীদের স্থায়ীকরণ করতে হবে। তারা জানান, মাধ্যমিকের ডিউটি থেকে সার্ভে, বিনা পারিশ্রমিকে একের পর এক কাজ করাচ্ছে স্বাস্থ্য দপ্তর। কাজ না করলে চাকরি ছেড়ে দিতে হবে এমন কথাও বলছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমনই নানা অভিযোগ ও একাধিক দাবি নিয়ে মেমারি হাসপাতালের সামনে এই বিক্ষোভে সামিল হন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যরা। তারা জানান, আগামী রবিবার থেকে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি হবে সেখানেও তারা কোনভাবেই অংশগ্রহণ করবেন না। একাধিক দাবি ও বেতন বৃদ্ধি সহ বিনা পারিশ্রমিকে কাজ করানো বন্ধের প্রতিবাদ জানাতে এই কর্মবিরতি পালনের জন্য বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বলে জানান তারা।
সরকারী স্বীকৃতিসহ একাধিক দাবিতে আশাকর্মীদের বিক্ষোভ
RELATED ARTICLES