বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেলেন চারজন। বুধবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে নিউ টাউনশিপ থানার অধীন বি-ওয়ান এলাকায় ইন্ডিয়ান অয়েলের আবাসনে। এক বৃদ্ধা ও এক কিশোর সহ মোট চারজন ঝলসে যান। তাদের উদ্ধার করে বেসরকারি মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের পরে ঘরে আগুন ছড়িয়ে পরে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে এসে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের অধিকাংশ জিনিস পুড়ে ছাই হয়ে যায়। আবাসনের বাসিন্দারা জানিয়েছেন,এদিন দুপুরে তিনতলার একটি ঘরে প্রচন্ড জোরে বিস্ফোরণ হয়। বাইরে বেরিয়ে এসে দেখেন তিনতলার ওই ঘরের জানালা দিয়ে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। তৎক্ষনাৎ বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। বিস্ফোরণে যারা ঝলসে গেছেন পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারপরে দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে আসে। বিস্ফোরণের জেরে রান্নার গ্যাস সিলিন্ডার টুকরো হয়ে যায়। রান্নার বাসন, ফ্রিজ সহ অনান্য সামগ্রী পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক।
দুর্গাপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে গেলেন চারজন
RELATED ARTICLES