নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ৯ মার্চঃ কেবলমাত্র পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতবর্ষ জুড়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। সাধারণ মানুষের কাছে বিচার এখন অন্ধকারময়। সন্দেশখালি কেবল নয়, গোটা বাংলা জুড়ে পাড়ায় পাড়ায় একটা দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এরজন্য মানুষকে ঐক্যবদ্ধ হতেই হবে। শনিবার বর্ধমান হরিজন স্কুলে সিপিডিআরএসের একটি সভায় এসে একথা বলেন, সংগঠনের রাজ্য সম্পাদক রাজকুমার বসাক। তিনি জানিয়েছেন, সব থেকে আরও দুশ্চিন্তা দেখা দিয়েছে জাস্টিস গাঙ্গুলীর বিজেপিতে যোগকে ঘিরে। যে সমস্ত মানুষ অত্যাচার, অবিচার এবং ন্যায়ের প্রতীক হিসাবে মানতেন গাঙ্গুলীকে, এখন তাঁর স্বরূপ দেখে তাঁরাই আতংকিত হয়ে পড়ছেন। তিনি জানিয়েছেন, অনেকেই রাজনীতির ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে এরসঙ্গে মিশিয়ে দিচ্ছেন। কিন্তু তাঁরা মনে করেন সবার আগে মানুষের নিজস্ব অধিকারকে সুরক্ষিত করা। তার জন্য তাঁরা জেলায় জেলায় এমনকি রাজ্যে রাজ্যে সাধারণ মানুষকে সংগঠিত করার চেষ্টা করছেন।
এদিন এই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কার্য্যকরী সভাপতি সৌম্য সেন, রাজ্য সহ সম্পাদক সুভাষ জানা। সভার উদ্বোধন করেন সৈয়দ মুস্তাফা আলি। এদিন সিপিডিআরএসের একটি জেলা কমিটিও গঠিত হয়। ঝর্ণা পালকে সভাপতি এবং কাজী মুফাস্বর হোসেনকে সম্পাদক করে ২২ জনের কমিটি গঠন করা হয়।