সার্থক কুমার দে,পশ্চিম বর্ধমানঃ বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সিপিএম পার্টির পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রবীন সিপিআইএম নেতা বিমান বসু এদিন ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। আসানসোল কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জাহারানা খানকে। জেলার রাজনীতিতে জাহারানা খান পরিচিত মুখ। লোকসভা ভোটে তিনি প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি আসানসোল লোকসভার অন্তর্গত জামুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে ২০১১ ও ২০১৬ সালে দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। ২০১১ সালে জামুরিয়া কেন্দ্রে প্রথমবার প্রার্থী হয়ে তিনি পরাজিত করেন তৃণমূলের প্রার্থী প্রভাত চট্টোপাধ্যায়কে। সেবার তিনি জিতে ছিলেন ১৩ হাজার ৮৭৩ ভোটে। ২০১৬ সালে তিনি জামুরিয়া থেকে কাস্তে হাতুরি তাঁরা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হন। সেবার তিনি ৭৭৫৭ ভোটে পরাজিত করেছিলেন তৃণমূলের প্রার্থী ভি শিবদাসন দাশুকে। ২০১১ ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ঘাস ফুলের দাপট থাকলেও সেই সময় জামুরিয়া থেকে জাহারানা খান পরপর দু’বার জয় লাভ করেন। এছাড়াও সিপিএমের মহিলা সংগঠন সহ বিভিন্ন দায়িত্ব সামলেছেন। লড়াকু নেত্রী হিসেবেও তিনি পরিচিত। এখন দেখার প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হয়ে তিনি ভোটারদের মন কতটা জয় করতে পারেন।
আসানসোল লোকসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হলেন জাহারানা খান
RELATED ARTICLES