বিশেষ প্রতিনিধি, দুর্গাপুর: ভারত সরকারের নিযুক্ত ক্রেডিট রেটিং সংস্থা ক্রেডিট রেটিং ইনফর্মেশন সার্ভিস অফ ইন্ডিয়া লিমিটেড (ক্রিসিল) আর্থিক অবস্থা ও উন্নয়নের নিরিখে বিবি প্লাস রেটিং দিয়েছে দুর্গাপুর কর্পোরেশনকে। যার ফলে এবার দুর্গাপুর কর্পোরেশন ১০ কোটি টাকার বন্ড ইস্যু করে বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। শুক্রবার পুরসভার বাজেট পেশ করতে গিয়ে এই কথা জানান মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়।রাজ্যের বেশ কয়েকটি কর্পোরেশনকে নিয়ে সমীক্ষা করেছিল ক্রিসিল। তাতে আর্থিক ও উন্নয়নে কলকাতা কর্পোরশনের পরে দ্বিতীয় স্থানে আছে দুর্গাপুর করর্পোরেশন। রাজ্য সরকারের ফান্ড ছাড়া নিজস্ব তহবিলের অর্থে অনেক উন্নয়নমূলক কাজ করেছে দুর্গাপুর কর্পোরেশন। উন্নয়নের মানের নিরিখে ১০ কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। আগামী বর্ষের পরিকল্পনার কথা বলতে গিয়ে অনিন্দিতা বলেন ‘দুর্গাপুর পুরসভায় নিজস্ব গাড়ির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য পুরসভা নিজস্ব একটি পেট্রল পাম্প তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
আর্থিক ও উন্নয়নে কলকাতার পরে দ্বিতীয় স্থানে দুর্গাপুর পুরসভা
RELATED ARTICLES