টিভি৭ নিউজ ডেস্কঃ অবশেষে অপেক্ষার অবসান। শনিবার ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রত্যাশা মতোই এবারও সারা দেশে মোট সাত দফায় হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফাতেই। বাংলার সঙ্গেই বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফায় ভোট হবে। গত লোকসভা নির্বাচনেও পশ্চিমবঙ্গে সাত দফাতেই ভোট হয়েছিল। শুরু হচ্ছে ১৯ এপ্রিল এবং শেষ হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন।
দেখে নিন,বাংলায় কোন তারিখে কোন আসনে ভোট-
প্রথম দফাঃ ১৯ এপ্রিল – কোচবিহার,আলিপুরদুয়ার,জলপাইগুড়ি
দ্বিতীয় দফাঃ ২৬ এপ্রিল – দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট
তৃতীয় দফাঃ ৭ মে – মালদহ উত্তর,মালদহ দক্ষিণ,মুর্শিদাবাদ,জঙ্গিপুর
চতূর্থ দফাঃ ১৩ মে – রাণাঘাট,কৃষ্ণনগর,বোলপুর,বীরভূম,বর্ধমান পূর্ব,
বর্ধমান-দুর্গাপুর,আসানসোল,বহরমপুর
পঞ্চম দফাঃ ২০ মে – শ্রীরামপুর,ব্যারাকপুর,বনগাঁ,উলুবেড়িয়া,হাওড়া,হুগলি, আরামবাগ
ষষ্ঠ দফাঃ ২৫ মে – পুরুলিয়া,বাঁকুড়া,কাঁথি,তমলুক,বিষ্ণুপুর,মেদিনীপুর, ঝাড়গ্রাম,ঘাটাল
সপ্তম দফাঃ ১ জুন – কলকাতা উত্তর,কলকাতা দক্ষিণ,ডায়মণ্ডহারবার,মথুরাপুর, বারাসত,জয়নগর,দমদম,যাদবপুর,বসিরহাট
ভোট গণনাঃ ৭ জুন