সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ মার্চ: দলের বিরুদ্ধে গিয়ে গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদে প্রার্থী হয়ে দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কৃত হয়েছিলেন সেই তাঁদেরকেই লোকসভা ভোটের মুখে দলে নিল তৃণমূল। পুরুলিয়ার মানবাজার বিধানসভার গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের প্রার্থী না হতে পেরে নির্দল প্রার্থী হিসেবে জেলা পরিষদের আসনে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন উপপ্রধান কিশোর মাহাতো। দল প্রার্থী পদ প্রত্যাহার করার বিষয়ে চাপ সৃষ্টি করেছিলেন। আবার নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ে ছিলেন কিশোর মাহাতোর স্ত্রী অঞ্জলী মাহাতো। গত পঞ্চায়েত ভোটের কয়েকদিন আগে জেলা সভাপতি ও মানবাজার বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী সন্ধ্যা রানী টুডু সাংবাদিক সম্মেলন করে কিশোর মাহাতোকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কৃত করার কথা ঘোষণা করেছিলেন। আজ তাঁকেই আবার দলে নিলেন সেই মন্ত্রী। নিজের হাতেই দলের পতাকা ধরিয়ে দলে যোগদান করালেন ঊর্ধ্বতনের নির্দেশে। যোগদান করলেন নির্দল আসনে জয়ী মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সদস্য গীতাঞ্জলি মাহাতো এবং মানবাজার-১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা প্রাক্তন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কিশোর মাহাতো। রবিবার জিতুজুড়ি দলীয় কার্যালয়ে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। প্রসঙ্গত ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের-২৯ নং আসনে নিজের স্ত্রীকে নির্দল আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং দল বিরোধী কাজের তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে পুরুলিয়া জেলাতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বহিষ্কার করা হয়,সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও পুরুলিয়া জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি। ফের আজ মন্ত্রীর হাত ধরে তৃনমুল কংগ্রেসে ফিরলেন কিশোর মাহাতো।ছিলেন পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের বরিষ্ঠ সহ সভাপতি গুরুপদ টুডু,মানবাজার-১ নং ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিংহ সহ দলীয় কর্মীরা। আর এই যোগদান নিয়েই প্রশ্ন তুললেন জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা। তিনি বলেন তৃণমূল যা বলে তা করেন না। অভিষেক বন্দোপাধ্যায় এই জেলায় এসে বলে ছিলেন যাঁরা দলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তাদের দলে ফেরানো হবে না। হারার ভয়ে যাকে বহিষ্কার করে ছিলো তাকেই যোগদান করাচ্ছে। জেলায় যা পরিস্থিতি রয়েছে তাতে যে কাউকে যোগদান করিয়েও কোনো লাভ হবে না এই লোকসভা কেন্দ্র থেকে আমরাই ৩ লাখের বেশি ভোটে জিতবো।
মানবাজারে দল থেকে বহিষ্কৃতকেই দলে ফেরালো তৃণমূল
RELATED ARTICLES