নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২১ মার্চ – কি ঘটছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনে? চলতি মার্চ মাসের মধ্যে পরপর ৩ বার জেলাশাসক বদলকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হল জেলা প্রশাসন পর্যায়ে। গত ২৬ ফেব্রুয়ারী একটি নির্দেশিকা ভাইরাল হয়, তাতে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক হিসাবে আইএএস মুক্তা আর্যকে নিয়ে আসা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। কিন্তু সেই নির্দেশিকা আচমকাই রদ করে দেওয়া হয়। ফের বৃহস্পতিবার আইএএস না হওয়ার জন্য পূর্ব বর্ধমানের জেলাশাসককে বদলীর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এদিন সন্ধ্যে পর্যন্ত নতুন জেলাশাসকের নাম এসে পৌঁছায়নি। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে বীরভূমে পাঠিয়ে বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়কে বর্ধমানের জেলাশাসক হিসাবে নিয়ে আসা হয়। সেপ্টেম্বর মাসে পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসাবে পূর্ণেন্দু মাজী আসীন হয়েছিলেন। আর গত ৭ ফেব্রুয়ারী পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বিধানচন্দ্র রায়। সবমিলিয়ে খোদ প্রশাসনিক কর্তারাই কার্যত দিশাহারা হয়ে পড়েছেন এই ঘটনায়।