নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: দোরগোড়ায় লোকসভার ভোট। এবারের ভোটে বিভিন্ন শ্রেণীর ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। বিশেষ ব্যবস্থা করা হয়েছে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্যও। এই নিয়ে বৃহস্পতিবার জেলা পর্যায়ের কর্মসূচিটি হয়ে গেল পূর্ব বর্ধমানের বড়শুলের বর্ধমান ২ নং ব্লকের বিডিও অফিসে। এই কর্মসূচিতে যোগ দেন বিশেষভাবে সক্ষম ভোটাররা। যুক্ত করা হয়েছে স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যদের৷ প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এদিন ভোটকেন্দ্রে এই ধরণের ভোটারদের জন্য কী কী ব্যবস্থা থাকবে তা জানানো হয়েছে। যারা ভোটকেন্দ্রে আসতে অক্ষম তাদের ভোট এবং অতিবৃদ্ধ ভোটারদের ভোট বাড়ি বাড়ি গিয়ে নেওয়া হবে। ভোটকেন্দ্রে থাকবে হুইল চেয়ার, র্যাম্প ও পানীয় জলের ব্যবস্থা। তাদের জন্য আলাদা লাইন করা হবে যাতে তারা স্বচ্ছন্দভাবে ভোটদান করতে পারেন। এই কর্মসূচির পর বুথ পর্যায়েও এই সুবিধাগুলি সকলকে জানানো হবে।
বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা করছে নির্বাচন কমিশন
RELATED ARTICLES