নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ সমাজমাধ্যমে খণ্ডঘোষের বাসিন্দা, রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজ়হার মল্লিকের নাম বর্ধমান-দুর্গাপুর আসনে প্রার্থী হিসেবে ছড়িয়ে পড়েছে। হাত চিহ্নে আজ়হারকে ভোট দেওয়ার আবেদনও জানানো হয়েছে। যদিও কংগ্রেসের পক্ষে কোনো প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। এই বিভ্রান্তির মধ্যেই শনিবার বামফ্রন্টের তরফে দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করা হল তাতে এই কেন্দ্রে বামফ্রন্ট তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি বাম-কংগ্রেস জোট হচ্ছে না? প্রার্থী ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে বামেরা। দেরিতে হলেও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বামপ্রার্থী ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী এবারে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুকৃতি ঘোষাল। এদিন সন্ধ্যায় তাকে নিয়ে সুসজ্জিত মিছিল করল সিপিএম। বর্ধমানের কার্জন গেটের কাছ থেকে রাজবাটি পর্যন্ত মিছিল হয়। প্রার্থী সুকৃতি ঘোষাল জানিয়েছেন, এটা তার কাছে নতুন দায়িত্ব। তারা জেতার জন্যই মাঠে নেমেছেন।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বাম প্রার্থী ঘোষণা
RELATED ARTICLES