সার্থক কুমার দে,অন্ডালঃ সোমবার উখড়া গ্রামে সাড়েম্বরে আয়োজিত হল বসন্ত উৎসব অনুষ্ঠান। ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানটি এদিন সকালে স্থানীয় বাজপাই মিল থেকে সূচনা হয় প্রভাত ফেরির মাধ্যমে। রং বেরঙের আবির,নাচ,গান,সুর,তাল,ছন্দে প্রভাত ফেরি শেষ হয় উখড়া পুরাতন হাটতলায় গোপিনাথ জিউ মন্দিরে। সেখানে হয় বসন্ত উৎসবের মূল অনুষ্ঠান। অনুষ্ঠান চলে প্রায় দু’ঘণ্টা। অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল নাচ। অনুষ্ঠানে অংশ নিয়েছিল এলাকার বিভিন্ন নৃত্য প্রশিক্ষণ সংস্থার শিক্ষার্থী খুদে কলা কুশলীরা। অনুষ্ঠানে স্থানীয় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায়,স্বর্ণালী দে জানান,সর্ব ধর্মের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা,ভেষজ আবিরের ব্যবহার ও সুস্থ পরিবেশ গড়ে তোলার বার্তা দিতেই বসন্ত উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উখরাতে বসন্ত উৎসবে সম্প্রীতির বার্তা
RELATED ARTICLES