নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ‘উনি একবারের সাংসদ একবারের বিধায়ক কিন্তু আমি তিনবারের সাংসদ,শুন্য রানে আউট করে বাড়ি পাঠাবো’, রঙের উৎসবে সামিল হয়ে দিলীপ ঘোষকে আক্রমণে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে সামিল হলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। উপস্থিত ছিলেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জেলা তৃণমূলের নেতৃত্বরাও। মহিলাদের সাথে রং খেলায় এবং নাচেও সামিল হন তিনি। তারপরেই ঘোষণা হওয়া বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষের সুরে বলেন, উনি তো একবারের বিধায়ক আর একবারের সাংসদ আর আমি তিনবারের সংসদ। উনাকে শূন্য রানে আউট করে বাড়ি পাঠাবো। ঘোষণার পরেই কীর্তি আজাদকে বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। সেই প্রসঙ্গে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, গুজরাট থেকে বেনারসে দাঁড়িয়েছিলেন। তারপর তিনি হয়েছিলেন হয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনিও তো ভারতবর্ষের হয়ে বিশ্বকাপ খেলেছেন। তিনি মুখ্যমন্ত্রীর হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছেন। বর্ধমান দুর্গাপুরের তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যেই ৯৯% জিতে গিয়েছে। এক পার্সেন্ট তো সময়ের অপেক্ষা। লোকসভা নির্বাচনেও তিনি জয়লাভ করবেন বলেও আশাবাদী।
‘দিলীপকে শূণ্য রানে আউট করে বাড়ি পাঠাবো’-কীর্তি আজাদ
RELATED ARTICLES