নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ আলুওয়ালিয়াকে সরিয়ে বর্ধমান বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দাপুটে নেতা দিলীপ ঘোষ। সোমবার বর্ধমান হয়ে দুর্গাপুরে প্রবেশ করলেন দিলীপ ঘোষ। নিজের লোকসভা কেন্দ্রে প্রবেশ করতেই গেরুয়া আবির মাখিয়ে স্বাগত জানাতে উপচে পরল ভিড়। প্রথমে পূর্ব বর্ধমানের বিজেপির দলীয় কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়। তারপর বুদবুদ পানাগর এবং রাজবাঁধে মালা পরিয়ে পদ্ম ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো দিলীপ ঘোষকে। সোমবার সকালে দুর্গাপুরে রঙের উৎসবে সামিল হয়ে বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ বলেন,বর্ধমান দুর্গাপুরে তৃণমূল ৯৯% জিতে গিয়েছে। এক পার্সেন্ট জিততে সময়ের অপেক্ষা। পাল্টা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, উনি তৃণমূলও জানেন না বর্ধমানও জানেন না। আর কিছু বলতে চাননি তিনি। বিরোধী প্রার্থীদের সাথে লড়াই করতে বর্ধমান দুর্গাপুরে ঘাঁটি গারবেন তিনি।
‘উনি তৃণমূলও জানেন না,বর্ধমানও জানেন না’,কীর্তিকে আক্রমণ দিলীপের
RELATED ARTICLES