Thursday, November 28, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গমুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথায় দুঃখ প্রকাশ করেও সুর চড়ালেন দিলীপ ঘোষ

মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথায় দুঃখ প্রকাশ করেও সুর চড়ালেন দিলীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা,বর্ধমান,২৭ মার্চঃ  ভাঙবেন, তবু মচকাবেন না। নিজের করা মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেও কার্যত নিজের বক্তব্যেই অনঢ় থাকলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেণ্টার এলাকায় প্রাতঃভ্রমণে বেড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কুকথা বলেন দিলীপ। তা নিয়ে নির্বাচন কমিশনে তাঁর প্রার্থীপদ বাতিল সহ শাস্তির দাবীতে স্মারকলিপি দিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি এই বক্তব্যের প্রেক্ষিতে খোদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপবাবুকে শোকজও করেছেন। এই ধরনের মন্তব্য দলের পরম্পরা বিরোধী বলে কড়া বার্তাও দেওয়া হয়েছে তাঁকে। আর বুধবার বর্ধমানে প্রচারাভিযানে বেড়িয়ে এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ জানান, ”আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়। কারণ যে ভনিতা করে, অন্যায় করে, আমি তার সামনে বলি। মাননীয় মুখ্যমন্ত্রী, যার সাথে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই। উনি লোককে বিভ্রান্ত করার জন্য বারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে, পার্টিও বলেছে, অন্যরাও বলেছে। বলেছে অসংসদীয়। যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। কিন্তু তারই পার্টির পরিবার এক নেতা কাঁথিতে গিয়ে আমার বিধায়কের নামে, তার পরিবারের নামে এর থেকেও খারাপ খারাপ কথা বলবে, গালাগালি দেবে কেন? মান সম্মান নেই? তার বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, তার মান সম্মান নেই? তখন তো টিএমসির কেউ প্রতিবাদ করে না। এই ধরনের যারা শুরু করেছে, রোজ বাপান্তর করা হচ্ছে, শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্বন্ধে? তার বাবার সম্মান নেই? কেবল মহিলা বলে তার সম্মানের প্রশ্ন উঠবে?” দিলীপবাবু এদিন বলেন, “অফিসিয়াল চিঠির উত্তর অফিসিয়ালি দেব।” অন্যদিকে, কৃষ্ণনগরের মহুয়া মিত্রকে তৃণমূল স্টার ক্যাম্পেনার হিসেবে না রাখা সম্পর্কে দিলীপবাবু বলেন, এটা ওদের পার্টির ব্যাপার। প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে দাগী প্রার্থীদের সব নিয়ে আসতে হচ্ছে। না পেলে বিহার থেকে খুঁজতে খুঁজতে গুজরাট পর্যন্ত যেতে হচ্ছে। কৃষ্ণনগর চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত সেখানকার একজন সাংসদ দিয়ে পার্লামেন্টে যা মুখে আসছে তাই বলছে। সেই রকম ব্যক্তিকে কেউ কি ভোট দেবেন? আমরা তার সামনে একজন রাজ পরিবারের এক রাজমাতাকে রেখেছি এবার ওখানকার মানুষের দায়িত্ব কাকে ভোট দেবেন। টিকিট না পাওয়া রুদ্রনীলের বিস্ফোরক বক্তব্য সম্পর্কে দিলীপবাবু বলেন, পার্টিতে বহু লোক এসেছেন, অ্যাপ্লাই করেছেন, যারা পুরনো নেতারা তারাও চেয়েছেন। অনেকেই টিকিট চেয়েছে। পার্টি সবার কথা ভেবেছে। তারপরে যেটা ঠিক মনে হয়েছে সেটা ঘোষণা করেছে। আমরা পার্টির সৈনিক হিসেবে সেটা মেনে নিয়েছি। এখনো বাকি আছে কিছু ঘোষণা। সর্বোচ্চ নেতৃত্ব এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। মাদক-কারবারি অভিযোগে  বারাসাতের বিজেপি প্রার্থীকে নিয়ে বিক্ষোভের প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গায় কিছু ক্ষোভ বিক্ষোভ থাকে। বসিরহাটে প্রার্থী হয়েছে সন্দেশখালীর লড়াইয়ে মুখ তিনি। তারাই তার বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছিল। কিন্তু পরে তারাই বলছে জিন্দাবাদ, বিজেপিকে ভোট দেবো। রাজনীতিতে অনেক খেলা চলে, কি হয়েছে? কেন হয়েছে? ওখানকার লোক বলতে পারবে। আমি স্বপনকে চিনি, পার্টির লড়াকু কার্যকর্তা, তাকে পার্টির মুখ করেছে, বাকিটা পার্টি দেখবে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায়  মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডির তলব সম্পর্কে তিনি বলেন, ডাকাডাকি চলছে, চলতেই থাকবে। ইডি সিবিআই-এর বিরুদ্ধে কৃষ্ণনগর দিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার শুরু করছেন ৩১ মার্চ, ১ এপ্রিল বহরমপুরে। হারা সিট দিয়ে শুরু করছেন। এই সব জায়গায় রেজাল্ট কি হবে বুঝতে পারছেন। উল্লেখ্য, এদিন সকালে বর্ধমান টাউন হল প্রাঙ্গণে চায়ে পে চর্চার পর দিলীপবাবু সর্বমঙ্গলা মন্দিরে পুজোও দেন। পরে দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments