নিজস্ব প্রতিনিধি.বর্ধমানঃ সঠিক জায়গায় আণ্ডারপাশ না হওয়ায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করলেন গ্ৰামবাসীরা। পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের পুরসা গ্রামের বাসিন্দাদের দাবি হাই স্কুলের কাছে যে ১৯ নম্বর জাতীয় সড়কের আণ্ডারপাশটি হবার কথা ছিল সেটি বেশ কিছুটা দিরে সরিয়ে দেওয়া হয়েছে অজানা কারণে। বিষয়টি নিয়ে বিতর্কের দানা বাঁধলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। এর পরই গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করে দেন।খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলসি থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গ্ৰামবাসীদের অভিযোগ, পুরসা হাই স্কুলের কাছে জাতীয় সড়কের উপর আণ্ডারপাশ করার কথা ছিল, এখন তারা জানতে পারেন সেটা স্কুল থেকে অনেকটা দূরে সরিয়ে করা হচ্ছে। যার ফলে অসুবিধায় পড়তে হবে স্কুলের পড়ুয়া সহ গ্ৰামের মানুষজনকে। তাদের দাবী আগের কথামত কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। গ্রামবাসী মজনু মণ্ডল বলেন, সম্প্রসারণের জেরে মাটি পরে জাতীয় সড়কের পাশে নিকাশী নালাটি বন্ধ হয়ে গেছে। বৃষ্টি হলে গ্ৰামের মধ্যে জল জমে যাবার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীদের সুবিধার জন্য নিকাশী নালাটি পরিস্কার করাব ব্যবস্থা করতে হবে সড়ক কর্তৃপক্ষের ঠিকা সংস্থাকে।
সঠিক জায়গায় আণ্ডারপাশ না হওয়ায় জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করলেন গ্ৰামবাসীরা
RELATED ARTICLES