নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ভোটের আগে বিজেপির রক্তক্ষরণ অব্যাহত বাঁকুড়ায়। এবার পদ্ম পতাকা ছেড়ে ঘাসফুল পতাকা হাতে তুলে নিলেন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েত সদস্য সহ ৪০ জন। দলে নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বাঁকুড়া লোকসভার তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। বাঁকুড়া এক নম্বর ব্লকের পর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা ঘটল বাঁকুড়ার ছাতনা ব্লক এলাকায়। ছাতনা ব্লকের শালডিহা গ্রাম পঞ্চায়েতের বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সঞ্জীব মাল সহ বিজেপির ৪০ জন কর্মী যোগ দিলেন তৃণমূলে। বাঁকুড়ার তৃণমূল ভবনে এই যোগদান পর্বের পর তৃণমূলের তরফে দাবী করা হয় লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী পছন্দ না হওয়ায় এবং এলাকায় উন্নয়নের স্বার্থে এই বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিয়েছে। অবশ্য বিজেপি নেতৃত্বের দাবী, ভুল বুঝিয়ে লোভ দেখিয়ে এদের তৃণমূলে যোগদান করানো হয়েছে।
বিজেপির পঞ্চায়েত সদস্য সহ ৪০ জন তৃণমূলে যোগ দিলেন
RELATED ARTICLES