নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ছান্দার অঞ্চলের ছান্দার বাবা রামেশ্বর জিউ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী।পরে ছান্দার, বারবেরিয়া, কাটচুড়িয়া সহ বিভিন্ন গ্রামে তৃণমূল দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘুরে ঘুরে প্রচার সারলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। এদিন প্রচারে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আলোক মুখার্জি, ব্লক সভাপতি কালীদাস মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। তীব্র রোদ উপেক্ষা করে মানুষ ও মহিলারা শিশুদের কোলে নিয়ে মিছিলে হাঁটছেন এর থেকেই পরিষ্কার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে বলেই দাবি তৃণমূল প্রার্থীর। অন্যদিকে,টোটোর মিছিলে প্রচার বাম প্রার্থীর। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় অঞ্চলের বেলিয়াতোড় বাজার সহ ছাঁদার গ্রাম এলাকায় প্রচার সারলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল চন্দ্র কৈবর্ত্য। নির্বাচনী প্রচারে অনেককেই লক্ষ্য করা যাচ্ছে হুড খোলা গাড়িতে করে প্রচার করতে, সেই মতোই বাম প্রার্থী অভিনব প্রচারে টোটো মিছিল একটি টোটোয় চেপে বাম প্রার্থী মানুষের কাছে ভোট ভিক্ষা করছেন হাতজোড় করে।প্রার্থী ছাড়াও প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক সুজিত চক্রবর্তী, জেলা কমিটির সদস্য সুজয় চৌধুরী সহ অনান্য বাম নেতৃত্ব।
মন্দিরে পুজো দিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী সুজাতা,টোটোয় প্রচার বামপ্রার্থীর
RELATED ARTICLES