নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: কেউ সাত বারের পঞ্চায়েত সদস্য, কেউ আবার একেবারে নবাগত। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের টিকিট না পেয়ে এরা সকলেই অভিমানে দল ছেড়ে নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন। লোকসভা ভোটের মুখে সেই অভিমানীদের ফের ঘরে ফেরাল তৃণমূল। বাঁকুড়ার বড়জোড়ার এই ঘটনায় রীতিমত রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবী ভোটের মুখে বিপাকে পড়েই তাদের দলে ফেরাচ্ছে তৃণমূল। দলের দাবী ঘরের মেয়ের টানেই তাঁদের দলে ফেরানো হচ্ছে। শুক্রবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বড়জোড়া চৌরাস্তা মোড়ে নির্দল চার পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সহ তৃনমূলের জেলা নেতৃত্ব। এই চার পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন তৃনমূল করে এলেও গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে প্রতিদ্বন্দিতা করে জয়লাভ করেছিলেন। গত পঞ্চায়েত নির্বাচনের আগে গোঁজ প্রার্থী এড়াতে এই ধরনের নির্দলদের আর কোনোদিন দলে ফেরানো হবে না বলে হুইপ দিয়েছিলেন তৃনমূল রাজ্য নেতৃত্ব । লোকসভা ভোটের মুখে সেই হুইপ অগ্রাহ্য করে নির্দল হিসাবে নির্বাচিত বিক্ষুব্ধ চার তৃনমূল পঞ্চায়েত সদস্যকেই দলে নিল তৃনমূল। তৃনমূল জেলা নেতৃত্বের দাবী ওই চারজন দলের সম্পদ, অভিমান হয়েছিল, অভিমান মিটিয়ে তাঁরা দলে ফিরতে চাইছিলেন। রাজ্যের নির্দেশেই ফের তাঁদের দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সুজাতা মন্ডলের দাবী ঘরের মেয়ের পাশে দাঁড়াতেই অভিমানীরাও এখন তৃনমূলের সঙ্গে চলে আসছেন। বিজেপির দাবী তৃনমূলের করুণ অবস্থা। তাই নির্দলদেরও ঘরে ফেরাতে বাধ্য হচ্ছে তৃণমূল।
লোকসভা নির্বাচনের মুখে বড়জোড়ায় বিক্ষুব্ধ চার পঞ্চায়েত সদস্যকে দলে ফেরাল তৃণমূল
RELATED ARTICLES