Thursday, November 28, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপুরুলিয়া ও ঝাড়গ্রামের পর বাঁকুড়াতেও প্রার্থী ঘোষণা কুড়মি সমাজের

পুরুলিয়া ও ঝাড়গ্রামের পর বাঁকুড়াতেও প্রার্থী ঘোষণা কুড়মি সমাজের

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের পর এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রেও প্রার্থীর নাম ঘোষণা করল কুড়মি সমাজ। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে রায়পুর থানার বামনগোড়া গ্রামের সুরজিৎ সিং কারমালির নাম ঘোষণা করেছে কুড়মিরা। আগামীদিনে আদিবাসী স্বীকৃতির দাবীতে কুড়মিদের আন্দোলন তীব্রতর করার লক্ষেই এই প্রার্থী ঘোষণা দাবী কুড়মি সমাজের। আদিবাসী স্বীকৃতির দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে জঙ্গলমহলের একাধিক কুড়মি সংগঠন। গত পঞ্চায়েত নির্বাচনের আগে সেই আন্দোলন আলাদা মাত্রা পায়। জঙ্গলমহলে প্রচারে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ঘেরাও করে নিজেদের দাবী জানানোর কর্মসূচী পালনের পাশাপাশি জঙ্গলমহলের বহু আসনে পৃথক নির্দল হিসাবে মনোনয়ন জমা দেয় কুড়মিরা। সেবার কুড়মিদের যুক্তি ছিল তাঁদের দাবী নিয়ে যেহেতু কোনো রাজনৈতিক দল সে অর্থে পদক্ষেপ করছে না তাই তারাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকবে না। এবার লোকসভা নির্বাচনের মুখেও নিজেদের সেই একই অবস্থান বজায় রাখল কুড়মি সমাজ। গত ৮ -৯ ও ১০ মার্চ পুরুলিয়ার হুলহুলির টাঁড়ে জমায়েত করে কুড়মিরা ঘোষণা করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ যে সমস্ত লোকসভা এলাকায় কুড়মি জনজাতির বসবাস রয়েছে সেখানে লোকসভা নির্বাচনে পৃথক ভাবে লড়াই করবে কুড়মিরা। সেই ঘোষণা অনুযায়ী আগেই পুরুলিয়া ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আগেই প্রার্থীর নাম ঘোষণা করেছে কুড়মিরা। এবার নাম ঘোষণা হল বাঁকুড়া লোকসভা কেন্দ্রের। প্রার্থীর নাম ঘোষণা হতেই কুড়মি সমাজের পক্ষ থেকে শুরু হয়ে দেওয়াল লিখন ও ভোট প্রচার। কুড়মি সমাজের দাবী ইতিমধ্যেই তাঁদের প্রার্থীকে সমর্থন জানিয়েছে একাধিক সংখ্যালঘু ও দলিত সামাজিক সংগঠন। প্রার্থী সুরজিৎ সিং কারমালি জানিয়েছেন কুড়মি জনজাতির আদিবাসী স্বীকৃতির দাবী সহ জঙ্গলমহলের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই তাঁরা লড়াইয়ে সামিল হবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments