সার্থক কুমার দে,অন্ডালঃ গ্রীষ্মের শুরুতেই উখড়া গ্রামের বিভিন্ন পাড়াতে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। এলাকার বেশিরভাগ পুকুর,কুয়োতে জলস্তর নেমে গেছে। ফলে জল নিয়ে সংকট দেখা দিয়েছে গ্রাম জুড়ে। অন্যান্য বছর মার্চ মাসের শুরু থেকে বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারি থেকে ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহ করা হতো উখরা গ্রামে। এ বছর এখনো পর্যন্ত সেই ব্যবস্থা চালু করেনি কোলিয়ারী কর্তৃপক্ষ। দ্রুত পানীয় জল সরবরাহ করার দাবীতে শনিবার সকাল থেকে শ্যামসুন্দরপুর কোলিয়ারির গেটের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের সাথে বিক্ষোভে যোগ দিয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্যও। বাসিন্দাদের পক্ষে অনিল বর্ণওয়াল বলেন, এলাকার কুয়ো, পুকুরের জলস্তর নেমে গেছে। পানীয় জলের জন্য এলাকায় শুরু হয়েছে হাহাকার। জল সংগ্রহ করতে বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোলিয়ারি কর্তৃপক্ষ প্রতি বছরের মতো যাতে এ বছরও ট্যাংকারে করে পানীয় জল সরবরাহ করে সেই দাবীতেই অবস্থান বিক্ষোভ বলে জানান তিনি। উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে বলেন, প্রতিবছরই গ্রীষ্মের সময় উখড়া গ্রামে পানীয় জলের সমস্যা হয়। শ্যামসুন্দরপুর কোলিয়ারি কর্তৃপক্ষকে ডিসেম্বর মাসেই জানিয়েছিলাম মার্চ মাসের শুরু থেকে জল সরবরাহ করার জন্য। তারা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখনো জল সরবরাহ শুরু করেননি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে ফের আলোচনা করা হবে বলে জানান তিনি। এনিয়ে শ্যামসুন্দরপুর কোলিয়ারি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জল সরবরাহের দাবিতে কোলিয়ারির গেটে বিক্ষোভ বাসিন্দাদের
RELATED ARTICLES