নিজস্ব প্রতিনিধি দুর্গাপুর: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই বিজেপির এই নেতা রয়েছেন খবরের শিরোনামে। মেদিনীপুরের এই বিজেপি সাংসদ যেখানেই যান সেখানেই তাকে ঘিরে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। প্রশ্ন করলেই দিলীপ ঘোষের মুখ থেকে বের হয়ে আসে এমন কিছু কথা,যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়ে যায়। এবার বর্ধমান দুর্গাপুর আসনের প্রার্থী হয়েও তিনি সেই নিজের মেজাজেই আছেন। যেমন দেখা গেল এবার রাম নবমীর দিনও। প্রাত:ভ্রমনে বেরিয়েই তিনি বলেছিলেন, দিলীপ ঘোষ একই ছন্দে থাকে। সকাল থেকে লাঠি হাতে বা অস্ত্র হাতে দিলীপকে দেখা যায়নি। অনেকের মনে প্রশ্ন জেগেছিল দিলীপ ঘোষকে হয়তো এবার আর পুরনো ছন্দে অস্ত্র হাতে আর লাঠি হাতে দেখা যাবে না। কিন্তু দিলীপ আছে দিলিপেই। বিকেল হতেই পানাগড়ে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিয়ে পুরনো ছন্দে লাঠি খেলে রামনবমীর শোভাযাত্রা মাতিয়ে দিলেন তিনি। দিলীপ ঘোষের লাঠিখেলা দেখেই উপচে পড়ে ভিড়।
ছোটখাটো না, বড় লাঠি ঘুরিয়েই রামনবমীর শোভাযাত্রায় চেনা ছন্দে দিলীপ
RELATED ARTICLES