সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ এপ্রিল: নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল বিয়ে বাড়ির বাস। ঘটনায় আহতের সংখ্যা ২২ জন। তাঁদের গুরুতর আহত হন ১৩ জন। বৃহষ্পতিবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়া – বরাবাজার রাজ্য সড়কের উপর টামনা থানার শুকলাড়া গ্রামের কাছে । জামশেদপুর থেকে দেওঘর যাচ্ছিল রিজার্ভ করা ওই বাসটি। মাঝপথে সামনের চাকা ফেটে যায় । এর ফলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় বাসটি। স্থানীয় গ্রামবাসী ছুটে এসে বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার কাজ করার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে পরে বাস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে পুরুলিয়া সদর হাসপাতালে যান লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। আজ সকালে পুরুলিয়ার টামনা থানা এলাকার শুকলাড়া গ্রামের কাছে কনেযাত্রী বোঝাই বাসটি দুর্ঘটনায় পড়ে। জানা গিয়েছে বাসটির ঝাড়খন্ডের জামশেদপুর এলাকা থেকে যাত্রীদের নিয়ে ঝাড়খন্ডের মধুপুর এলাকায় বিয়ে বাড়িতে যাচ্ছিল। বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার ফলে দুর্ঘটনার কবলে পড়ে। আহত হন ২২ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৩ জনকে ভর্তি করা হয়।
চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেল বিয়ে বাড়ির বাস, গুরুতর আহত ১৩
RELATED ARTICLES