Thursday, December 26, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ায় কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত,বিজেপিতে যোগ দুই প্রভাবশালী নেতার

বাঁকুড়ায় কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত,বিজেপিতে যোগ দুই প্রভাবশালী নেতার

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ লোকসভা ভোটের আগে কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত বাঁকুড়া জেলায়।বাঁকুড়ার জঙ্গলমহলে এবার কংগ্রেসের পতাকা ছেড়ে পদ্ম পতাকা তুলে নিলেন দুই প্রভাবশালী নেতা। কংগ্রেসের দাবী ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত নেই। তাই তাঁদের দলবদলে তেমন প্রভাব পড়বে না। ভোটের মুখে বাঁকুড়ার জঙ্গলমহলে ফের নিজেদের শক্তিবৃদ্ধি করল বিজেপি। সিমলাপালের পর এবার সারেঙ্গায় কংগ্রেসের দুই নেতা যোগ দিলেন বিজেপিতে। জানা গেছে বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মধুসূদন মন্ডল ও কংগ্রেসের প্রাক্তন শিক্ষক নেতা রঞ্জিত সেন। দল বদল করা দুই নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার কনভেনার বিবেকানন্দ পাত্র। দলবদল করা নেতার দাবী প্রশানমন্ত্রী নরেন্দ্র মোদী  দেশজুড়ে যে উন্নয়ন ঘটিয়েছেন সেই উন্নয়নে আকৃষ্ট হয়েই তাঁর এই দলবদল। বিজেপির দাবী ভোটের আগে এই দলবদলে জঙ্গলমহলে দল অনেক শক্তিশালী হল। কংগ্রেসের তরফে দাবী এই দুই ব্যক্তিই দীর্ঘদিন ধরেই রাজনীতির আঙিনার বাইরে। তাই তাঁদের যোগদানে কংগ্রেসের কিছু যায় আসে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments