সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ এপ্রিল: “সিংহ ছাপে ভোট দেবেন না” বলে কর্মীদের আহবান জানালেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র। ঝালদার একটি স্কুলের সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ফ্রন্ট শরিকের বিরুদ্ধে অমিয় বাবুর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অসীম সিনহার কটাক্ষ, “সিপিএম এখন দেউলিয়া হয়ে গিয়েছে। সেই ১৯৭১ সাল থেকে আমরা পুরুলিয়া আসনে লড়াই করে আসছি। সিপিএম দয়া করে আসনটি আমাদের ছাড়েনি এটা যেন অমিয় বাবুরা ভুলে না যান। মাথা উঁচু করেই পুরুলিয়া আসনে লড়াই করবে ফরওয়ার্ড ব্লক।” জেলা ফরওয়ার্ড ব্লকের পক্ষ পাল্টা প্রচার শুরু হয়েছে। প্রার্থী ধীরেন্দ্র নাথ মাহাতোর সমর্থনে ফ্রন্টের নীতির কঠোর সমালোচনা করা হচ্ছে। শনিবার, বিকেলে ঝালদার সভায় সিপিএম নেতা অমিয় পাত্রের অভিযোগ, “পুরুলিয়া আসনে গাজোয়ারি করে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ওই প্রার্থীকে বামফ্রন্ট অনুমোদন করছে না।” মঞ্চে জেলা সিপিএমের সম্পাদক প্রদীপ রায় ছাড়াও কংগ্রেস নেতা দেবদুলাল চট্টরাজ ফনীভূষণ কুমারও মঞ্চে ছিলেন। যৌথ ভাবেই সভাটি আহবান করা হয়েছিল।



