নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ চায়ের দোকান বন্ধ করার অভিযোগ উঠলো শাসকদলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘী মোড়ে চায়ের দোকানগুলি হুমকি দিয়ে বন্ধ করে দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল। রোজকার কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণে যান।এদিন তিনি গিয়েছিলেন মির্জাপুরের মাঠে।তারপর তিনি চা চক্রের অনুষ্ঠানের জন্য হাজির হন দেওয়ান দিঘীর মোড়ে।কিন্তু দেখা যায় সব চায়ের দোকানেরই ঝাঁপ বন্ধ। এলাকার বিজেপি কর্মীরা অবশ্য বাড়ি থেকে চা তৈরী করে নিয়ে গিয়ে কোনরকমে সামাল দেয়। দিলীপ ঘোষ বলেন, আজকে সকালে দিলীপ ঘোষ আসবে বলে টিএমসির গুণ্ডারা কাল থেকে হুমকি দিয়েছে।যাতে আজ সকালে চায়ের দোকান না খোলা হয়।এসব গরীব মানুষের ক্ষতি করা হচ্ছে। এই দেওয়ান দীঘির মোড়ে সকাল থেকেই বহু মানুষজন আসেন চা খেতে।কিন্তু চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে দিলীপ ঘোষের ভয়ে। চা না খেলে কি আমরা কাজ করতে পারবো না। কিন্তু গরীব মানুষের চায়ের দোকান বন্ধ করে দেওয়া হল। এটা মানবে না বর্ধমানের মানুষ।এর ফল ওরা পাবে। অন্যদিকে মির্জাপুরের মাঠে হাঁটার সময় কয়েকজন বিজেপি কর্মী দিলীপ ঘোষের কাছে নালিশ করেন, যে আজ সকালে দেওয়ান দীঘির মোড়ে সব চায়ের দোকান বন্ধ করে দিয়েছে তৃণমূল। এতে চটে গিয়ে তিনি বলেন, ওরা তো এখন চায়ের দোকান বন্ধ করে দিয়েছে। ৪ তারিখ ভোটের রেজাল্ট বের হওয়ার পর আমরা ওদের পার্টি অফিস বন্ধ করে দেবো। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, উনি তো কোনদিন লাঠি, কোনদিন হকির স্টিক নিয়ে যাচ্ছেন। তাতে বর্ধমানের মানুষ ক্ষুব্ধ। তাই মনে হয় ওখানকার চায়ের দোকানীরা তাকে বয়কট করেছেন।
দিলীপ ঘোষকে আটকাতে এলাকার চায়ের দোকান বন্ধ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
RELATED ARTICLES