নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ বুধবার মনোনয়ন পেশের পর সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গলসীর সভায় বক্তব্য থেকে আরও কিছু প্রসঙ্গে সরাসরি জবাব দিলেন মিডিয়াকে। গলসিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন- এখানে বিজেপির প্রার্থী খড়গপুরের সাংসদ ছিলেন কিন্তু তাঁর দল তাঁকে মেদিনীপুরে টিকিট দেয়নি। সে আমাদের গালাগালি করতে থাকে। আমরা তাদের লক্ষ্য। তারা হয় আমাদের কারাগারে ঢোকানোর চেষ্টা করছে অথবা হত্যা করতে চায়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের উত্তর- “উনিও তো নন্দীগ্রামে গিয়েছিলেন। কেমন ছ্যাঁকা খেয়েছেন,ভুলে গেছেন। মেদিনীপুরের লোক তো দিয়েছে নাকে খত। দিলীপ ঘোষ সারা বাংলায় রাজনীতি করেছে। সংগঠন করেছে। বর্ধমানের কর্মীরা আমার সঙ্গে আছে। আজ তারা উন্মাদনা দেখিয়েছে। বিপুল ভোট জিতব। টি এম সি নিজের ঘর সামলাক। ওরা ভাগলপুর থেকে প্রার্থী এনেছেন,আগে তার জবাব দিন”। “কারাগারে তো যেতেই হবে। দিল্লির মুখ্যমন্ত্রী যদি যেতে পারেন। ঝাড়খন্ডের,বিহারের মুখ্যমন্ত্রী যেতে পারেন। বাংলার মুখ্যমন্ত্রী কেন যাবেন না? উনি তার চেয়ে বড় স্ক্যাম করেছেন। আইন সকলের জন্য সমান”। ২৬ হাজার চাকরি বাতিল প্রসঙ্গেঃ রাজ্য,এস এস সি সুপ্রিম কোর্টে যাবে। দিলীপ বলেছেন, “হাইকোর্টে আগেও থাপ্পড় খেয়েছেন। আবারও খাবেন। তার সাথে যারা চাকরি দিয়ে টাকা নিয়েছে তাদেরও জেলে যেতে হবে”। শশী পাঁজার বাড়িতে গিয়েছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এ প্রসঙ্গে তিনি বলেন, “এর মধ্যে আমি খারাপ কিছু দেখি না। অজিত পাঁজার সাথে উনি রাজনীতি করেছেন।পরিচিতি আছে। প্রত্যেকটি ভোটারের বাড়ি যেতে পারেন”।
দিল্লি,ঝাড়খন্ড,বিহারের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারেন তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কেন যাবেন না? প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ
RELATED ARTICLES