নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরী বহাল থাকলেও আদালতের রায়ে চাকরী হারা বাঁকুড়ার ক্যানসার আক্রান্ত গ্রুপ সি কর্মী বিধান বাউরী, চিকিৎসার খরচ মিলবে কীভাবে? মাথায় হাত পরিবারের। আদালতের যে রায়ে রাজ্যের ২৫ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল হয়েছে, মানবিক কারন দেখিয়ে সেই রায়েই চাকরী বহাল থেকেছে ক্যানসার আক্রান্ত সোমা দাসের। কিন্তু চাকরী বাঁচেনি বাঁকুড়ার গ্রুপ সি পদে নিযুক্ত আরেক ক্যানসার আক্রান্তের। আদালতের রায়ে রাতারাতি চাকরী হারানো ক্যানসার আক্রান্ত সেই যুবকের এখন কীভাবে চলবে চিকিৎসা, কীভাবেই বা চলবে সংসার তা ভেবেই কূল কিনারা পাচ্ছেন না বাঁকুড়ার ঘোড়ামূলী গ্রামের বিধান বাউরীর পরিবার। বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুলী গ্রামের বিধান বাউরীর জন্ম অত্যন্ত নিম্নবিত্ত পরিবারে। মা সনকা বাউরী অন্যের বাড়িতে কাজ করে কোনোক্রমে ছেলেকে লেখাপড়া শেখান। ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে গ্রুপ সি পদে চাকরী পান বিধান। বিধানের চাকরী মুখে হাসি ফোটায় পরিবারে। ঋণ নিয়ে মাথা গোঁজার জন্য পাকা বাড়ী তৈরী করেন বিধান। কিন্তু সুখ স্থায়ী হয়নি। ২০২২ সালের গোড়ায় বিধানের শরীরে ধরে পড়ে মারণ ক্যানসার। দিল্লী এইমসে তাঁর চিকিৎসা চলছে। আর এরই মাঝে আদালতের রায়ে হঠাৎ করে চাকরী হারিয়ে দিশেহারা হয়ে পড়েন বিধান ও তাঁর পরিবার। এখন কীভাবে চলবে সংসার? কীভাবেই বা চলবে বিধানের চিকিৎসার খরচ তা ভাবলেই এখন দুচোখের পাতা এক করতে পারছেন না বিধান ও তাঁর পরিবার।
ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি থাকলেও, কাজ হারিয়েছে আর এক ক্যান্সার আক্রান্ত বিধান বাউড়ি,মাথায় হাত পরিবারের
RELATED ARTICLES