নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে জেলা জুড়ে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। এবার সেই কেন্দ্রীয় বাহিনীর টহলে পা মেলালেন বাঁকুড়ার দুই শীর্ষ আধিকারিক জেলা শাসক সিয়াদ এন ও পুলিশ সুপার বৈভব তেওয়ারি। সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি খতিয়ে দেখলেন বুথের পরিকাঠামো।গত পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলার বেশ কিছু বুথে অশান্তির ঘটনা ঘটেছিল। বিরোধীদের তরফে অভিযোগ উঠেছিল বিভিন্ন বুথে ছাপ্পা ও বুথ দখলের।লোকসভা নির্বাচনে সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আগেভাগেই সতর্ক বাঁকুড়া জেলা প্রশাসন ও পুলিশ। ইতিমধ্যেই জেলায় পৌঁছে গেছে দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় ও চতুর্থ দফা শেষে আরো কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে জেলায়। নির্বাচনের আগের অশান্তি এড়াতে আপাতত জেলায় পৌঁছানো দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকেই টহলের কাজে ব্যবহার করা হচ্ছে। বাঁকুড়া এক নম্বর ব্লকের শালবনি বাজার ও গ্রামে কেন্দ্রীয় বাহিনীর সেই টহলেই এবার নজিরবিহীন ভাবে নেতৃত্ব দিতে দেখা গেল বাঁকুড়ার দুই শীর্ষ আধিকারিক জেলা শাসক সিয়াদ এন ও পুলিশ সুপার বৈভব তেওয়ারিকে। শালবনি বাজার ও গ্রামে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে আইন শৃঙ্খলার পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তাঁরা। ভোট গ্রহণের দিন ভোট দানের ব্যাপারে গ্রামবাসীদের উৎসাহ জোগাতেও দেখা যায় তাঁদের। টহলের মাঝেই গ্রামের একাধিক বুথে ঢুকে বুথের সামগ্রীক পরিকাঠামো খতিয়ে দেখেন ওই দুই শীর্ষ আধিকারিক। স্থানীয়দের দাবী কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি জেলার জেলা শাসক ও পুলিশ সুপার এভাবে উদ্যোগী হওয়ায় প্রশাসনের উপর মানুষের আস্থা ফিরবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ হবে।
অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতে কেন্দ্রীয় বাহিনীর টহলে পা মেলালেন জেলা শাসক ও পুলিশ সুপার
RELATED ARTICLES