Tuesday, November 26, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাড়িতে জলের সংযোগের দাবিতে পথ অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর

বাড়িতে জলের সংযোগের দাবিতে পথ অবরোধ, ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীর

সাথী প্রামানিক, পুরুলিয়া, ৮ মে: লোকসভা নির্বাচনের আগে পানীয় দলের দাবিতে এবার ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। বাড়িতে বাড়িতে পানীয় জল না পৌঁছালে গ্রামের কোনও মহিলা ভোট দিতে যাবেন না এবার। হাড়ি-কলসি রাস্তায় রেখে পথ অবরোধ করে মূলত এবার এমনই হুঁশিয়ারি দিলেন পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের বেকো অঞ্চলের পলাশকলা গ্রামের মহিলারা। এদিন তাঁরা আদ্রা থেকে কাশীপুর যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে পানীয় জলের দাবিতে সোচ্চার হোন। অবরোধের জেরে এদিন ওই রাস্তায় যান চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়ে যায়। তারপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আদ্রা থানার আই সি সুবীর পাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। তারপরই পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের পানীয় জলের সমস্যার কথা প্রশাসনকে জানিয়ে সমাধান করার আশ্বাস দিলে প্রায় ৩০ মিনিট পর পথ অবরোধ তুলে নেন গ্রামের মহিলারা।অবরোধকারী মহিলারা জানান, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তাঁরা। গ্রামের মধ্যে নলকূপ থাকলেও সেই নলকূপের জল বর্তমানে পানের অযোগ্য হয়ে উঠেছে। তাই এখন পানীয় জলের ভরসা একমাত্র টাইমকলের জল। কিন্তু সেই টাইমকল থেকেও এখন নিয়মিত জল দেওয়া হচ্ছে না। যার ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। ঘটনার কথা স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা পথ অবরোধ করলেন বলে জানান গ্রামের মহিলারা। রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক তথা স্থানীয় প্রাক্তন বিধায়ক স্বপন বেলথরিয়া বলেন, “কাল থেকেই জলের ট্যাংক পাঠিয়ে জল সরবরাহ সচল করা হবে। আর জাইকা প্রকল্পের কাজ এক বছরের মধ্যে হয়ে যাবে। তাহলে, স্থায়ী সমাধান হয়ে যাবে। গ্রীষ্মে পুরুলিয়া জেলায় জলের সমস্যা হয়। মোকাবিলা করতে প্রশাসন সচেষ্ট।”
বিজেপির জেলা সহ সভাপতি তথা আদ্রার বাসিন্দা রাজেশ চিন্না বলেন, “ভোটের সময় তৃণমূল প্রতিবার পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দেয়। ললিপপ ধরিয়ে চলে যায়। আজ মহিলাদের পথে নামতে হল কেন? তাঁরাই বেশি ভুক্তভোগী। শুধু লক্ষী ভাণ্ডার দিলে হবে?”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments