সাথী প্রামানিক,পুরুলিয়া,১১ মে: বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। ঘটনায় আহত আরও ৬ জন। শুক্রবার রাত্রে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর নিতুড়িয়া থানার ভামুরিয়া মোড়ের কাছে। এদিন ওই ঘাতক লরিটি পুরুলিয়া থেকে বরাকরের দিকে যাচ্ছিল। সেইসময় ওই লরিটি প্রথমে যাত্রী বোঝাই টোটো তারপর একটি মোটরসাইকেলকে ধাক্কা মারে। এরপর আশেপাশে থাকা পথচারীদেরও ধাক্কা মারে। ঘটনায় আহত হন মোট ১১জন। তাদের স্থানীয় হারমাড্ডি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা সেখানে ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এদিন এমন ঘটনার পরই যান নিয়ন্ত্রণের দাবিতে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন স্থানীয় মানুষজনেরা। যদিও ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানা সহ রঘুনাথপুর মহকুমার বিভিন্ন থানার বিশাল পুলিশ বাহিনী। আইন ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ সুপার ও রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে যান। ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে,মৃতদের নাম শ্যামাপদ মন্ডল (৭৩), ভাগ্যবতি মন্ডল (৬৩), মৃদুলা মন্ডল (৪৫), জহরলাল টুডু (৬৮), সরামণি টুডু (৬৫)। মৃতরা সকলেই নিতুরিয়া থানা এলাকার বাসিন্দা। প্রথম তিন জনের বাড়ি সরবড়ি মোড় এলাকায় এবং বাকি দুজনের বাড়ি মহারাজনগর গ্রামে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয় ওই ঘটনায়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করে শনিবার দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিতুড়িয়ায় বেপরোয়া লরির ধাক্কায় ৫ জনের মৃত্যু
RELATED ARTICLES