নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট দেবেন ৮৫ উর্ধ ১৯,৪৪৯জন। শতায়ু ভোটার রয়েছেন ১৬১ জন। এরমধ্যে ১২০ বছরের একজন ভোটারও রয়েছেন কাটোয়া বিধানসভা এলাকায়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর নতুন ভোটার তথা ১৮ থেকে ১৯ বছরের ভোটার রয়েছেন মোট ৯৯,০৯৮ জন। ১০০ থেকে ১০৯ বছরের মোট ভোটার রয়েছেন ১৫৮জন। ১১০-১১৯ বছরের মোট ভোটার রয়েছেন২জন এবং ১জন ভোটার রয়েছেন যাঁর বয়স ১২০ বছর বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ১০০ থেকে ১০৯ বছরের মধ্যে সবথেকে বেশি ভোটার রয়েছে জামালপুর এবং রায়নায় ১৬জন করে। এরপরেই রয়েছে ভাতারে ১২জন এবং মঙ্গলকোটে ১০ জন। আরও উল্লেখযোগ্য বিষয় এই শতায়ু ভোটারদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি। ১০০ থেকে ১০৯জন মোট ১৫৮জন ভোটারের মধ্যে মহিলা রয়েছেন ১২২জন এবং পুরুষ রয়েছেন ৩৬জন। ১১০ থেকে ১১৯ বছরের ২জন ভোটারই মহিলা। শুধু তাই নয় ১২০বছরের ভোটারও মহিলা বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
আজ ১৬১জন শতায়ু ভোট দেবেন, রয়েছেন ১২০ বছরের ভোটারও
RELATED ARTICLES