নিজস্ব সংবাদদাতা,বর্ধমান,১৬ মেঃ পূর্ব বধর্মানের মন্তেশ্বরে বিজেপির পোলিং এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। তিনি মন্তেশ্বর বিধানসভার ১৬৪ নম্বর বুথের বিজেপি এজেন্ট ছিলেন। বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। প্রতিবাদে তারা মন্তেশ্বর থানা ঘেরাও করে। পূর্ব মন্তেশ্বরে সেলিয়া গ্রামের বাসিন্দা অভিজিৎ রায় ওই ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি। গত ১৩ মে চতুর্থ দফা ভোটের দিন তিনি দিলীপ ঘোষের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন। বুধবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে খামার বাড়ি থেকে অভিজিতের দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা তাঁকে ওই অবস্থায় উদ্ধার করেন। দেহ উদ্ধারের পর মৃতের বাবার একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে তিনি দাবি করেছেন, ‘তাঁর ছেলে আত্মহত্যা করেছে।ও নিজে থেকে সুইসাইড করেছে। বৌমার সঙ্গে অশান্তি করত মাঝে মাঝে। মদ খেত, নেশাভাং করত। সংসার চলত না বলেই বৌমার সঙ্গে অশান্তি হত’।এর আগেও কয়েকবার আত্মহত্যা চেষ্ট করে সে, জানিয়েছেন অভিজিতের বাবা। বিজেপি অবশ্য এই দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে মণ্ডল সভাপতিকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, ‘মৃত্যু নিয়ে রাজনীতি করার কোনও জায়গা নেই। প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখুক।’
বিজেপির পোলিং এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বরে
RELATED ARTICLES