নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: বর্ধমানে ভোট হয়ে গেছে চতুর্থ দফায় ১৩ মে। শনিবার ছিল ষষ্ঠ দফার ভোট বাঁকুড়া ও পুরুলিয়ায়। তবে, বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্রের কিছুটা অংশ রয়েছে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এলাকায়। এদিন এখানে একাধিক বুথে ভোট হয়েছে মোটের ওপর শান্তিতেই। তবে বেশ কিছু এলাকা থেকে শাসক দলের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিরোধীরা। খন্ডঘোষের আতকুল্যা হরিজন প্রাথমিক বিদ্যালয়ের ১৩৩ নং বুথে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠতেই এলাকায় পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে ক্ষোভ প্রকাশ মহিলা ভোটারদের।অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের লোকেরা দল বেঁধে ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে বলে অভিযোগ। এছাড়াও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার। বিষ্ণুপুর লোকসভার খণ্ডঘোষ বিধানসভার গলসীর খানো গ্রামে বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি। গলসির খানো প্রাথমিক বিদ্যালয়ের ২৯ নম্বর বুথের ঘটনা ।বুথে যাবার পথে রাস্তা আটকে বিরোধীদের বাধা দেবার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বাহিনী রেজাল্ট বের হবার পর তাদের দেখে নেবে বলেছে।এই অভিযোগ নিয়ে শাসকদলের পাল্টা দাবি, তারা কোনোও ঝামেলা করেন নি। বিরোধীরা হারবে বলে মিথ্যা অভিযোগ করছে। তাছাড়া ভোট দিতে কাউকে বাধা দেওয়া হয়নি।
কি বলছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল?
বিজেপি হেরে গেছে বুঝতে পেরে ভুলভাল অভিযোগ করছে। দাবি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডলের। এদিন দুপুরের পর গলসীতে আসেন তিনি। এখানে তিনি আরো বলেন, বিজেপি তৃণমূল সিপিএমের মানুষের সাথে যোগ নেই সারাবছর । হুমকির অভিযোগ নিয়ে একথাও বলেন তিনি। বিজেপি প্রার্থী বুঝে গেছেন তিনি হারছেন। তাই নিজেদের দলের কর্মীদের মার খাওয়াচ্ছেন নিজেদের দুস্কৃতীদের দিয়ে। শাঁকারীতে সন্দেশখালি বানিয়ে দেবার বাইক বাহিনীর হুমকি নিয়ে তিনি বলেন, বাইক নিলেই সে দুস্কৃতী হয় নাকি! সন্দেশখালি বিজেপির সাজানো তা প্রমাণ হয়ে গেছে। অন্যদিকে, তিলডাঙ্গা গ্রামে শাসকদলের জমায়েত সরিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। খন্ডঘোষ বিধানসভার ১৩৯ নং তিলডাঙ্গা বুথের সামনে শাসকদলের কর্মীরা বেশ কিছুক্ষণ জমায়েত করে থাকে। এরপর কেন্দ্রীয় বাহিনী তৎপর হয়। সরিয়ে দেয় জমায়েত।সকাল থেকে খন্ডঘোষের নানা এলাকায় বুথের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ এসেছে বিরোধীদের তরফে। তবে অন্য কয়েকটি জায়গায় অশান্তির খবর পাওয়া গেলেও এই এলাকায় ভোট হয়েছে শান্তিতেই।
বিষ্ণুপুর লোকসভার খন্ডঘোষ এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট শান্তিতেই
RELATED ARTICLES