নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ ছোট গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল একটি বেসরকারী বাস। আজ দুপুরে ঘটনাটি ঘটে ছাতনার অদূরে জলট্যাঙ্কিগোড়া এলাকায়। ঘটনায় ছোট গাড়ির চালক সহ বাসের বেশ কিছু যাত্রী আহত হয়। ছোট গাড়ির চালকের আঘাত গুরুতর থাকায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে হাসপাতাল নিয়ে যাওয়ার রাস্তায় মৃত্যু হয় তার। আহত ১৯ জন বাস যাত্রীকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন পুরুলিয়া থেকে বর্ধমানগামী ভায়া বাঁকুড়া যাত্রী বোঝাই একটি বেসরকারী বাস বেপরোয়া গতিতে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক অর্থাৎ বাঁকুড়ার দিক থেকে পুরুলিয়া দিকে যাচ্ছিল একটি সুইফট ডিজায়ার গাড়ি। ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ডিজায়ার গাড়ি একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনার পরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোলে ধাক্কা মেরে রাস্তায় পাসে উল্টে যায়। ঘটনায় ডিজায়ার গাড়ির চালক গুরুতর জখম হন। বাসের ১৯ জন যাত্রীও আহত হয়। প্রথমে স্থানীয়রা ও পরে ছাতনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ডিজায়ার চালক সহ আহত বাসযাত্রীদের নিয়ে যায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে গুরুতর আহত আশঙ্কাজনক ডিজায়ার গাড়ির চালক সহ চার জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করলে রাস্তাতেই মৃত্যু হয় ডিজায়ার গাড়ির চালকের। মৃতের নাম শ্যামাপদ গরাই বছর ৫২ বয়স। বাঁকুড়ায় বাড়ি শ্যামদাসপুর এলাকায়। বাসের অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা দাবী বাসের যাত্রীদের। তদন্ত নেমেছে ছাতনা থানার পুলিশ।
বাঁকুড়ার ছাতনায় চারচাকা গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে উল্টে গেল যাত্রীবোঝাই বেসরকারী বাস,মৃত ১,আহত ১৯
RELATED ARTICLES