সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : রেল গেটে ফ্লাইওভার ও পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর অনুমতি দেওয়ার দাবিতে বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর রেলস্টেশনের আধিকারিক এর হাতে স্মারকলিপি দিল তৃণমূল কংগ্রেস। এদিন মিছিল করে স্টেশনে যাই তৃণমূল কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন শাসকদলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায়, পঞ্চায়েত সদস্য জমুনা ধীবর সহ অন্যরা। কিরিটি বাবু জানান পাণ্ডবেশ্বর রেলগেটটি দিনের অধিকাংশ সময় বন্ধ থাকে। ফলে যানবাহন সহ চলাচলের অসুবিধা হয়। সেই কারণে রেলগেটে ফ্লাইওভারের দাবি জানিয়ে আসছে পাণ্ডবেশ্বর ব্লকের বাসিন্দারা। আমরাও বিভিন্ন সময় ফ্লাইওভারের দাবি জানিয়েছি রেল আধিকারিক এর কাছে। কিন্তু এখনো রেলের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া রাজ্য সরকার “জল জীবন মিশন” প্রকল্পের জন্য এলাকায় পাইপ বসানোর কাজ করছে। রেলের জমির একাংশ দিয়ে সেই পাইপ যাওয়ার কথা। রেল কর্তৃপক্ষ সেই কাজ করতে দিচ্ছে না। বারংবার রেলের কাছে অনুমতি চাওয়া হলেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না রেল কর্তৃপক্ষ বলে অভিযোগ করেন কিরিটি বাবু। ফ্লাইওভার ও পাইপ বসানোর অনুমতির দাবিতেই এদিন স্মারকলিপি দেওয়া হয় বলে জানান তিনি।
পাণ্ডবেশ্বরে রেলগেটে ফ্লাইওভারের দাবিতে তৃণমূলের ডেপুটেশন
RELATED ARTICLES