নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাড়তি পয়সার আশায় টিকা শ্রমিক হিসাবে কাজে গিয়েছিল ছত্রিশগড়ের বিলাসপুরে তিলদা এলাকায়। সেখানেই রাস্তা তৈরি কাজে নিযুক্ত হয়েছিল বাঁকুড়ার খাতড়ার হাঁড়ি পাড়ার বাসিন্দা বছর বত্রিসের গোষ্ঠ সাহানি। গত মাসের ২৭ তারিখ খাতড়ার বাড়ি থেকে এলাকার বেশ কয়েকজনের সাথে কাজে যোগ দিতে বেরিয়েছিলেন গোষ্ঠ। পর দিন রাতে পৌঁছেই খাওয়া দাওয়া করে বাড়ির বাইরে বের হয় গুটকা কিনতে। তারপর থেকে আর বাড়ি ফেরেনি গোষ্ট। সহকর্মী পরিযায়ী শ্রমিকরা খোঁজাখুঁজি করলেও কোথাও খোঁজ পায়নি তারা। পরের দিন তাদের মেস থেকে থেকে বেশ কিছুটা দূরে গোষ্ঠ সাইনীর মৃতদেহ পড়ে থাকতে দেখে সহকর্মীদের খবর দেয় স্থানীয় এক টোটো চালক। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের পর আজ বাঁকুড়ার খাতড়ার হাঁড়ি পাড়ায় বাড়িতে এসে পৌঁছায় গোষ্ঠ সাইনির মৃতদেহ। কান্নায় ভেঙে পড়ে পরিবার, একমাত্র রোজকেরে এইভাবে মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেন না পরিবার পরিজন থেকে সহকর্মী কেউই।মৃত্যুর কারণ নিয়েও দ্বন্দ্বে রয়েছে পরিবার থেকে স্থানীয় সকলেই।
আবারো পরিযায়ী শ্রমিকের মৃত্যু, মৃতদেহ এলো বাড়িতে, শোকাচ্ছন্ন পরিবার
RELATED ARTICLES