সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : হরিপুর পঞ্চায়েতের বাজারি গ্রামে শনিবার রাতে কীর্তন অনুষ্ঠান চলাকালীন বাদ্যকর পাড়া ও বাউরি পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেই। মারপিটে জড়ায় দুই পক্ষ। লাঠি বাঁশ নিয়ে চলে আক্রমণ,পাল্টা আক্রমণ। হয় ইঁট বৃষ্টি। ঘটনাতে আহত হন একাধিক জন। শনিবার রাতেই চারজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বাদ্যকর পাড়ার বাসিন্দা বাপ্পা বাদ্যকর বলেন, বাউরি পাড়ার লোকজনেরা কীর্তন অনুষ্ঠানে এসে বিনা প্রলোচনায় ঝামেলা তৈরি করে। তাদের উপর লাঠি বাঁশ নিয়ে হামলা চালায়। বাউরি পাড়ার সুরেশ বাউরী বলেন, পাড়ার লোকেরা কীর্তন অনুষ্ঠান দেখতে গেলে বাদ্যকর পাড়ার লোকজনেরা বাধা দেয়। তা থেকে এই ঘটনার সূত্রপাত। ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙও। বাদ্যকর পাড়ার বাসিন্দাদের দাবি তারা তৃণমূল সমর্থক। বাউরি পাড়ার লোকেরা বিজেপি দলের সাথে যুক্ত। তৃণমূল করার কারণেই ওরা আমাদের উপর হামলা চালায় বলে অভিযোগ বাধ্যকর পাড়ার বাসিন্দাদের। বিজেপি দলের থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গভীর রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবারও এলাকাতে রয়েছে টানটান উত্তেজনা। তবে এখনো থানাতে কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ সূত্রে খবর।
কীর্তন অনুষ্ঠান চলাকালীন দুই পাড়ার ঝামেলা,আহত অনেকে
RELATED ARTICLES