নিজস্ব সংবাদদাতা,বর্ধমান, ৩ জুন: গোটা দেশের সঙ্গে তৈরী পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের গণনা হবে বর্ধমানের ইউআইটি ভবন এবং এমবিসি ইনষ্টিটিউশনে। গত কয়েকদিনের পাশাপাশি সোমবার দফায় দফায় দুটি ভোটগণনা কেন্দ্রই পরিদর্শন করলেন জেলাশাসক কে রাধিকা আইয়ার, জেলা পুলিশ সুপার আমনদীপ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিগত নির্বাচনগুলি থেকে শিক্ষা নিয়ে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবারের গণনাকেন্দ্রগুলিতে। রীতিমত আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাকেও। বর্ধমানের লাইফ লাইন জিটিরোডের পাশেই যেহেতু ইউআইটি ভবন অবস্থিত তাই নিরাপত্তার খাতিরে মঙ্গলবার সকাল থেকেই জিটিরোডে যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুষ্ঠভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে এবং গণনা প্রক্রিয়ায় যাতে কোনও রকম ফাঁক না থাকে, সে জন্যে সবরকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলের শিবিরের মধ্যে ন্যূনতম ১০০ মিটারের দূরত্ব রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি গণনা কেন্দ্রে ৭২৯ জনের মতো কর্মী থাকছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই কেন্দ্রেই দুই কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। থাকছে ২টি করে কিউআরটি টিম। মোট ৬ কোম্পানি বাহিনী থাকবে রাস্তায়।এছাড়াও ফল বেরনোর পর গোলমাল এড়াতে প্রতিটি থানায় ২টি করে কিউআরটি গঠন করেছে পুলিশ। জেলার বিভিন্ন জায়গায় নাকা চেকিং থাকছে। থাকছে বিভিন্ন এলাকায় পুলিশ পিকেটিংও। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বারও ইভিএম গণনার পরে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫টি করে বুথের ভিভিপ্যাট গণনা করা হবে। কোন পাঁচটি বুথের ভিভি প্যাট গোনা হবে, তা লটারি করে ঠিক হবে। এ ছাড়াও প্রিসাইডিং অফিসারের দেওয়া ভোটের হিসেব-র সঙ্গে ইভিএমের ভোটের হিসেবে ফারাক দেখলে ভিভি প্যাট গণনা হবে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কোনো কারণে গণনার সময় ইভিএম বিকল হলে ভিভি প্যাট গণনা হবে। তবে এ ক্ষেত্রে ফলাফলের উপর ভিভি প্যাট গণনা হবে কি না তা নির্ভর করবে।
রাত পোহালেই ফল প্রকাশ, ভোট গণনায় তৈরী বর্ধমান
RELATED ARTICLES