নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ হেলমেট আর গামছায় মুখ ঢেকে বিজেপি কর্মীর দোকানে হামলা। বিজেপির হয়ে এজেন্ট বসার কারণে দোকানে ভাঙ্গচুর,লুটপাট ও মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায়। বিশ্বনাথ মোদক নামে এক ব্যক্তির দোকানে শুক্রবার বেশ রাতে কয়েকজন এসে ভাঙ্গচুর,লুটপাট চালায় ও সেই সময় দোকানে থাকা তার স্ত্রীকে মারধর করে বলেও অভিযোগ উঠেছে।মহিলার দাবি, তার স্বামী বিশ্বনাথ মোদক আগে তৃণমূল করতেন। এখন বিজেপি করেন। বিজেপির হয়ে ১১২ নম্বর বুথে এজেন্ট বসেছিলেন। সেই কারনেই তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে দোকানে হেলমেট পরে, মুখে গামছা বেঁধে ভাঙ্গচুর, লুটপাট চালায়। এমনকি তাকে মারধর করে। সিসি ক্যামেরার ছবিতে দেখা যাচ্ছে, বিশ্বনাথের স্ত্রী দোকানে থাকার সময় একদল যুবক মাথায় হেলমেট,মুখে গামছা বেঁধে এসে দোকানের সামনের জিনিস সব রাস্তায় ফেলে দেয়। বেশকিছু জিনিস নিয়ে চলে যায়। পুলিশকে খবর দেওয়া হলে রাতেই এলাকায় পুলিশ যায়। গোটা বিষয় জানিয়ে ওই মহিলা থানায় লিখিত অভিযোগ জানান।যদিও তৃণমূলের সাধারণ সম্পাদক বাগবুল ইসলামের দাবি, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তৃণমূল এর সাথে যুক্ত নয়। হেলমেট মুখ ঢেকে এসেছিলো তাদের নিজেদের লোকও হতে পারে। এটা বিজেপির গোষ্ঠী কোন্দলের ঘটনাও হতে পারে।তবে এই ঘটনা ঘটে থাকলে তার নিন্দাও করেন তিনি।
হেলমেট আর গামছায় মুখ ঢেকে বিজেপি কর্মীর দোকানে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
RELATED ARTICLES