নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত সোনু সিং এখন চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রবিবার রাণীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ গুলি চালায়। পুলিশ ধৃত রাজকুমার সিংকে জিজ্ঞাসাবাদ করে বিহারের সিওয়ান থেকে আটক করে গুলিতে জখম সোনু সিংকে।ধৃত সোনু সিং প্রথমে ধানবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সোমবার গভীর রাতে ধৃত সোনু সিংকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয় বলে জানান হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ। তিনি বলেন, নিরাপত্তার জন্য ধৃতকে হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছে। তবে অর্থোপেডিক বিভাগের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। গুলি ধৃতের পিঠে লেগে বেরিয়ে যায়।তার শরীরে কোন গুলি নেই। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানান হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ। হাসপাতালের সেলে কড়া পুলিশি পাহাড়ায় রাখা হয়েছে ধৃত সোনু সিং কে।
প্রসঙ্গত উল্লেখ্য ডাকাতদের একজনের গায়ে পুলিশ কর্মী মেঘনাদ মণ্ডলের চালানো গুলি লাগতেই তারা বোঝে, এবার দ্রুত চম্পট দেওয়া ছাড়া আর গতি নেই। কোন মতে জখম সঙ্গীকে টেনেটুনে বাইকে তুলে, নিজেদের একটি বাইক ঘটনাস্থলে ফেলে রেখে একটি ব্যাগে প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকার সোনা ও হীরের গয়না পুরে নিয়ে দুটি বাইকে করে পালায় সাতজনই। বাইক ছাড়াও ঘটনাস্থলে পড়ে থাকা জামাকাপড় ভর্তি দুটি ব্যাগ যার মধ্যে প্রায় ৪২ রাউণ্ড গুলি, একটি ম্যাগাজিন, এবং ২ কোটি ৪১ লক্ষ টাকার গয়না সমেত আর একটি ব্যাগ ও আসানসোলের মহিশিলা থেকে লুট হওয়া চার চাকার গাড়ি পুলিশ উদ্ধার করে । আসানসোল ও গিরিডি জেলার পুলিশ সহ পার্শ্ববর্তী জেলার পুলিশ আধিকারিকেরাও যৌথভাবে তদন্ত শুরু করেছেন বাকিদের ধরতে। এখনো পর্যন্ত সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ধৃত সোনু সিং চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে
RELATED ARTICLES