Friday, November 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গপঙ্কজ রায় সরকারকে দল থেকে বহিষ্কার করল সিপিএম

পঙ্কজ রায় সরকারকে দল থেকে বহিষ্কার করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ তার অন্য দলে যোগদানের জল্পনার মধ্যেই দল থেকে বহিষ্কার করা হলো সিপিএমের দাপুটে নেতা পঙ্কজ রায় সরকারকে। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই থেকেই উত্থান হয়েছিল এই নেতার। তারপর সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এবং তারপর সিপিএমের জেলার বিভিন্ন পদে থাকার পর তিনি সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ’র জেলা সম্পাদক মন্ডলীর সদস্যেরও দায়িত্ব পান। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দুর্গাপুরের বিভিন্ন মহলে জল্পনা চলছিল সিপিএমের সম্পাদকমন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার তৃণমূলে যোগদান করতে চলেছেন। সেই জল্পনা আরো ঘনীভূত হয়ে গেল রবিবার দুপুরেই। পঙ্কজ রায় সরকারকে বহিষ্কার করা হলো দল থেকে। রানীগঞ্জে সিপিএমের জেলা কার্যালয় থেকে জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, “কমরেড পঙ্কজ রায় সরকার লোকসভা নির্বাচনে দলের রণনীতি মেনে কোনো কাজ করেননি। দলের নীতির তিনি বিরোধিতা করেছেন। একাধিকবার  তাকে সতর্ক করার পরেও কোন কাজ না হওয়ায় দলের নিয়ম-কানুন মেনেই তাকে বহিষ্কার করা হলো”। মূলত দুর্গাপুরে সিপিএমের সংগঠন দেখাশোনার ভার ছিল পঙ্কজের ওপর। একই সঙ্গে রাজ্য সিপিএমের আইটি সেলের দেখাশোনাও করতেন তিনি। একটি সূত্রে জানা গেছে দল ছাড়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন পঙ্কজ এবং শনিবারই নিজের পদত্যাগপত্রও পাঠিয়ে দিয়েছিলেন। তার পর আজ তাঁকে বহিষ্কার করল দল। এদিকে, দুর্গাপুরের বিভিন্ন মহল থেকে খবর আসছে আজ রবিবার বিকেলে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস,মলয় ঘটক,প্রদীপ মজুমদারের উপস্থিতিতে পঙ্কজ রায় সরকার তৃণমূলে যোগদান করতে চলেছেন।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments