সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের সাংস্কৃতিক কর্মাকান্ডে ‘কথা ও কাহিনী’ একটি সুপরিচিত নাম। এই সংস্থা সারা বছর ধরে নানান ধরণের সাংস্কৃতিক ও সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত থাকে। যেমন স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের বই,খাতা, ব্যাগ প্রদান, সমাজকর্মীদের শীতবস্ত্র ও রেইনকোট প্রদান ইত্যাদি। এছাড়া গত কয়েক বছর এই সংস্থার কর্ণধার হৃদয় সাঁই ও জয়িতা সাঁই দুর্গাপুরের মুক্ত সংশোধনাগারে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে তাদের নিয়মিত নাচ, গান, কবিতা শেখানোর প্রশিক্ষণ দেন।মাঝে মাঝে দুর্গাপুরের মুক্ত সংশোধনাগারের বন্দীদের কারা বিভাগের অনুমতি নিয়ে কারাগারের বাইরে বিভিন্ন অনুষ্ঠানও করানো হয় বলে জানান হৃদয় সাঁই। দুর্গাপুরের সি জোন এলাকায় চিলড্রেন্স একাডেমী এবং ‘কথা ও কাহিনী’র পরিচালনায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র নজরুল সন্ধ্যা। প্রায় চার ঘণ্টার অনুষ্ঠানে কথা ও কাহিনীর দুর্গাপুরের শতাধিক শিক্ষার্থী শিল্পী এবং দুর্গাপুরের প্রচুর গুনী শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে ডাঃ শর্মিষ্ঠা দাস, সাহিত্যিক সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতশিল্পী বিমল মিত্র সহ বিভিন্ন গুণী মানুষ উপস্থিত ছিলেন।
‘কথা ও কাহিনী’র রবীন্দ্র নজরুল সন্ধ্যা
RELATED ARTICLES