নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর,২১ জুনঃ আজ থেকে ১০ বছর আগে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিন কে যোগা ডে তথা যোগ দিবস হিসাবে ঘোষণা করেন। তারপর থেকে প্রতি বছরই সারা দেশের বিভিন্ন জায়গায় এই বিশেষ দিনটি পালন করা হচ্ছে। এদিন দুর্গাপুর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল গ্রুপ সেন্টার ও অমরাবতী উইমেন্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে সিআরপিএফ মাঠে যোগ দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে সহযোগিতা করে নেহেরু যুব কেন্দ্র পশ্চিম বর্ধমান। মোট ২৫০ জন বিভিন্ন বয়সী যুবকযুবতী অংশ গ্রহণ করেন। সকাল ৬:৩০ মিনিটে অনুষ্ঠান এর সূচনা হয়। অনুষ্ঠানটি ছিল এক ঘন্টার। এই উপলক্ষে সুন্দর করে গোটা মাঠকে সাজানো হয়। সিআরপিএফ-র পুরুষ ও মহিলা উচ্চ পদস্থ আধিকারিকরাও অংশ নেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরাবতী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে বনানী চ্যাটার্জী,রতন রক্ষিত, সিআরপিএফ-র কমান্ডেন্ট অমিত কুমার প্রমূখ।
দুর্গাপুরের অমরাবতীতে যোগ দিবস পালন
RELATED ARTICLES