সার্থক কুমার দে,অন্ডালঃ সোনার অলংকার পালিশ করে দেওয়ার নাম করে দু’জনের কাছ থেকে আংটি,কানের দুল নিয়ে পালায় দুষ্কৃতীরা। শুক্রবার ঘটনা দুটি ঘটেছে অন্ডাল বাজার ও অন্ডাল মোর সংলগ্ন একটি আবাসন এলাকাতে। জানা গেছে সকালের দিকে অন্ডাল বাজারে একটি দোকানে আসে দু’জন যুবক। সোনার অলংকার পালিশ করার কাজ করে বলে পরিচয় দেয় তারা। সে সময় দোকানে ছিলেন বৈশাখী ভট্টাচার্য নামে এক মহিলা। তার হাতের একটি আংটি তাদেরকে পালিশ করার জন্য দেয়। সুযোগ বুঝে সেই আংটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিছুক্ষণ পর তারা একই ঘটনা ঘটায় অন্ডাল মোর সংলগ্ন গীতাঞ্জলী পার্ক নামে একটি আবাসন এলাকাতে। এখানে গাড়ি ক্লিনিং এর দোকান চালান মিন্দ কাউর নামে এক বৃদ্ধা ও তার ছেলে। ঘটনার সময় দোকানে বৃদ্ধা একাই ছিলেন। প্রতারকেরা বৃদ্ধার কানের দুল পালিশ করার নাম করে সেগুলি নিয়ে চম্পট দেয়। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরাতে। দোকান থেকে বেরোনোর সময় সিসিটিভি ক্যামেরার ছবিতে দেখা যায় প্রতারক দু’জনের পরনে ছিল জিন্স প্যান্ট,শার্ট ও জুতো। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে অন্ডাল থানার পুলিশ। শনিবার দক্ষিণখন্ড গ্রাম থেকে প্রতারক দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম অমিত কুমার শাহা ও অমিত শাহ। তারা বিহারের ভাগলপুরের একদাড়া বুদ্ধচক এলাকার বাসিন্দা বলে থানা সূত্রে জানা গেছে। রবিবার তাদের পেশ করা হয় দুর্গাপুর আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের হেফাজতের আবেদন জানায় পুলিশ।
সোনার অলংকার পালিশ করে দেওয়ার নামে প্রতারনায় গ্রেপ্তার দুই
RELATED ARTICLES