সার্থক কুমার দে,অন্ডালঃ দুর্ঘটনাতে মৃত্যু হল পুলকার চালকের। মৃতের নাম চন্দন ভান্ডারী। সোমবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণখন্ড গ্রাম সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে। সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ অন্ডাল-উখড়া রোডের দক্ষিণখন্ড গ্রাম সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে ঘটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি। পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল একটি চার চাকার গাড়ি। দ্রুত গতিতে আসা পুলকারটি সেই গাড়িতে সজরে ধাক্কা মারে। গুরুতর আহত হন চালক চন্দন ভান্ডারী (৩০)। স্থানীয়রা উদ্ধার করে তাকে নিয়ে যায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদশীরা জানান, মৃত পুলকার চালকের বাড়ি দক্ষিণখন্ড গ্রামের বাগদী পাড়াতে। সে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার চালক ছিলেন। এদিন সকালে পুলকারটি দক্ষিণখন্ড থেকে অন্ডালের দিকে যাচ্ছিল পড়ুয়াদের আনতে। দ্রুত গতিতে যাবার সময় পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে পুলকারটি ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।